প্রযুক্তিতে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ

IoTআন বাংলাদেশ এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম

IoTআন বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। IoT বা ইন্টারনেট অব থিংস ইতোমধ্যেই পৃথিবীতে আলোচিত একটি বিষয়ে পরিণত হয়েছে। আমাদের দেশেও  IoT সম্পর্কে তরুণদের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। IoT বিষয়ে বাংলা ভাষায় ভাল রিসোর্স তৈরি , সমস্যা সমাধান এবং আলোচনার জন্য একটি একটি উপযুক্ত প্ল্যাটফর্মের প্রয়োজনীয়তা ছিলো। সেই প্রয়োজনীয়তা থেকেই  IoTআন বাংলাদেশের পরিকল্পনা এবং  যাত্রা শুরু হচ্ছে।বাংলাদেশে প্রযুক্তি বিষয়ে  যারা গবেষণা এবং উন্নয়ন কার্যক্রমমের সাথে সম্পৃক্ত এবং বাংলা ভাষায়  প্রযুক্তি বিষয়ক তথ্যভান্ডারকে সমৃদ্ধ করার জন্য যারা কাজ করছেন তাদেরকে সম্পৃক্ত করেই IoTআন বাংলাদেশের পথচলা শুরু হতে যাচ্ছে। এই পথচলায় সঙ্গী হওয়ার জন্য সবাইকে অমন্ত্রণ রইলো।

সবার সম্মিলিত প্রচেষ্টা, ছোট ছোট পদক্ষেপ সমূহ অচিরেই একটি পূর্ণাঙ্গ প্ল্যাটফর্মে রূপান্তরিত করবে IoTআন বাংলাদেশকে।