প্রযুক্তিতে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ

IoT কি ? একটি IoT সিস্টেম কিভাবে কাজ করে?

পৃথিবীব্যাপী IoT বর্তমানে বহুল আলোচিত একটি বিষয়ে পরিণত হয়েছে। মূলত IoT হচ্ছে Internet of Things । একটি IoT সিস্টেমে এক বা একধিক ডিজিটাল ডিভাইস অবশ্যই অনলাইনের সাথে সংযুক্ত থাকবে এবং সেখানে কিছু সংখ্যক সেন্সর থাকবে। সেন্সর সমূহ বাস্তব জগতের বিভিন্ন পরিবর্তন চিহ্নিত করে তাকে ডিজিটাল ডাটায় রূপান্তরিত করবে। পরবর্তীতে এই ডাটা সমূহ প্রোসেসিং ডিভাইস যেমন মাইক্রোকন্ট্রোলার, এমবেডেড কম্পিউটার ব্যবহার করে প্রসেস করে ক্লাউড সার্ভারে পাঠাবে। সাভারে ডাটা সমূহ এনালাইসিস করার মাধ্যমে স্ট্যাটিসটিকস, গ্রাফ আকারে ড্যাসবোর্ডে মনিটর করার জন্য উপস্থাপন করা হয় এবং ড্যাটা এনালিটিকস এর মাধ্যমে প্রসেস করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পরিণত করা হয় যা সাধারণ মানুষও বুঝতে পারে। এবং এই সিদ্ধান্ত সমূহের উপর ভিত্তি করে বিজনেস প্লানিং ও দৈনন্দিন জীবনকে পরিচালনা করলে বাড়তি সুবিধা পাওয়া যায়।


ভিডিওতে বিস্তারিতভাবে একটি IoT সিস্টেম কিভাবে কাজ করে, IoT কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে এবং ব্যবসা-বানিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছে। কিছু IoT ডিভাইস নিয়ে কথা বলা হয়েছে যা ব্যবহার করে পরবর্তীতে বিভিন্কাজ করা যাবে।

ভিডিওতে প্রদর্শিত ডিভাইস সমূহ

১. NodeMCU    সংগ্রহ করুন

২. Arduino UNO R3    সংগ্রহ করুন

৩. RS UK Raspberry Pi 3 Model B     সংগ্রহ করুন


IoTআন বাংলাদেশ এর বিশ্বস্ত কম্পোনেন্ট এবং R&D পার্টনার www.projectshopbd.com এ ডিভাইস গুলো পাওয়া যাবে।